১.সুইস গেট গোবিন্দগুনিয়া গ্রামের চাষিদের জন্য চাষাবাদের কাজে ব্যবহিত হয়।
২.এর জনপ্রিয়তা গোবিন্দগুনিয়াসহ অন্যান্যদের কাছে রয়েছে।
৩.এটি একটি দর্শনীয় স্থান।
৪.সুইস গেট ধুবইল ইউনিয়নের একটি অন্যতম পরিচিতি মাধ্যম।
৫. ১৩টি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ তার মধ্যে গোবিন্দগুনিয়া সুইচ গেট একটি অন্য তম জায়গা।
৬. ধুবইল গ্রামের অর্ন্তগত গোবিন্দগুনিযা সুইচ গেট রয়েছে। সেখানে প্রাকৃতিক সুর্ন্দয দেখার মত একটা মনোরম জায়গা। অনেক মানুষ এই খানে বেড়াতে আসে।
সুইচ গেটের ওখানে গাছপালা পানি সব কিছু মিলায়ে একটি অন্য রকম জায়গা।
৭. যারা এখানে আসে নি তারা এই সুন্দর্য না দেখা পর্যন্ত বুঝতে পারবে না। শুক্রবার অনেক মানুষ এখানে দেখতে আসে । বিকালে মানুষ সময় কাটানোর জন্য এখানে আসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস