Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলি

 

বাধ্যতামূলক কার্যবলীঃ-

* আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।
* অপরাধ বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।
* কৃষি, বৃক্ষরোপণ, মৎস্য ও পশু পালন স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ।
* পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।
* স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।
* জনগণের সম্পত্তি যথা-রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ।
* ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।
* স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।
* জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।
* সব ধরনের শুমারী পরিচালনা।

বিভিন্ন সমস্যার সমাধান, গ্রাম আদালত, শালিস, উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট নির্মাণ ইত্যাদি।

ঐচ্ছিক কার্যবলীঃ-

০১। জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।

০২। সরকারী স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের ব্যবস্থা ও রক্ষণাক্ষেণ।

০৩। জনপথ, রাজপথ ও সরকারী স্থানে আলো জ্বালানো।

০৪। সাধারণভাবে বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বিশেষভাবে জনপথ, রাজপথ ও সরকারী জায়গায় বৃক্ষরোপণ ও সংরক্ষণ।

০৫। কবরস্থান, শ্মাশান, জনসাধারণের সভার স্থান ও জনসাধারণের অন্যান্য সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা।

০৬। পর্যটকদের থাকার ব্যবস্থা ও তার রক্ষণবেক্ষণ।

০৭। জনপথ, রাজপথ ও সরকারী স্থান নিয়ন্ত্রণ ও অনধিকার প্রবেশ রোধকরণ।

০৮। জনপথ, রাজপথ ও সরকারী স্থানে উৎপাত ও তার কারণ বন্ধকরণ।

০৯। ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্ত্বাবধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষসাধন এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

১০। গোবর, রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।

১১। অপরাধমূলক ও বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রণকরণ।

১২। মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণকরণ।

১৩। পশু জবাই নিয়ন্ত্রণকরণ।

১৪। ইউনিয়নে দালান নির্মাণ ও পুণঃনির্মাণ নিয়ন্ত্রণকরণ।

১৫। বিপদজনক দালান ও সৌধ নির্মাণ নিয়ন্ত্রণকরণ।

১৬। কুয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য কাজের ব্যবস্থা করা ও সংরক্ষণ।

১৭। খাবার পানির উৎস দুষিতকরণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণ।

১৮। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানে ব্যবহার নিষিদ্ধকরণ।

১৯।খাবার পানে জন্য সংরিক্ষিত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানেবা নিকটবতী স্থানে গোসল, কাপড় কাঁচা বা পশু গোসল করানো নিষিদ্ধকরণ বানিয়ন্ত্রণকরণ।

২০। পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

২১। আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধকরণ।

২২। আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

২৩। আবাসিক এলাকায় ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

২৪।    গৃহপালিত পশু বা অন্যান্য পশু বিক্রয়ের ঐচ্ছিক তালিকা প্রণয়ন।

২৫। মেলা ও প্রদর্শনীর আয়োজন।

২৬। জাতীয় উৎসব পালন।

২৭। অগ্নি, বন্য, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় প্রয়োজনীয় তৎপরতার ব্যবস্থাকরণ।

২৮। বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের সাহায্যকরণ।

২৯। খেলাধুলার উন্নতিসাধন।

৩০। শিক্ষা ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়নসাধন ও উৎসাহ প্রদান।

৩১। বাড়তি খাদ্য উৎপাদের ব্যবস্থা গ্রহণ।

৩২। পরিবেশ ব্যবস্থাপনার কাজ।

৩৩। গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাকরণ।

৩৪। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ।

৩৫। গ্রন্থাগার ও পাঠাগারের ব্যবস্থাকরণ।

৩৬। ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ।

৩৭। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে শিক্ষার মান উন্নয়নে সাহায্যকরণ।

৩৮। ইউনিয়নের বাসিন্দাদের উন্নয়ন, স্বাস্থ্য, নিরাপত্তা,, আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ।